বয়স্ক ভাতা কার্যক্রমঃ বাংলাদেশের অসহায় ও দুঃস্থ্য বৃদ্ধ/বৃদ্ধাদের সামাজিক নিরাপত্তা প্রদান এবং পরিবারে সম্মান বৃদ্ধির জন্য ১৯৯৮ সালের এপ্রিল মাস থেকে এই যুগান্তকারী কার্যক্রম শুরু হয়। বয়স্ক ভাতা পাবার জন্য ন্যুনতম বয়স পুরুষদের জন্য ৬৫ বছর এবং মহিলাদের জন্য ৬২ বছর। ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পরিষদ সদস্য/ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে প্রাথমিক ভাবে ভাতাভোগী বাছাই করা হয়। বাছাইকৃত তালিকা উপজেলা/পৌরসভা কমিটি কর্তৃক অনুমোদিত হয়।হিসাব রক্ষণ অফিস হতে তালিকাভুক্তদের নামে ভাতা বহি পাশ হবার পরে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় প্রত্যেক ভাতাভোগীর নামে একাউন্ট খুলতে হয়।মাত্র ১০ টাকা দিয়ে খোলা এসব একাউন্টের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ ভাতা পরিশোধ করেন।এসব একাউন্ট হতে কোন প্রকার ভ্যাট, ট্যাক্স, লেভী কর্তন করা হয় না।বাংলাদেশে বর্তমানে ২৪ লক্ষ ৭৫ হাজার বয়স্ক ব্যক্তি ( ১২,৭২,৫৫২ জন পুরুষ এবং ১২,০২,৪৪৮ জন মহিলা ) মাসে ৩০০/-টাকা হারে বয়স্ক ভাতা পাচ্ছেন।
বয়স্কভাতাভোগীদের বিভাগ্ওয়ারী সংখ্যা নিম্নরুপ-
বয়স্ক ভাতা কার্যক্রমের শুরু খেকে চলতি অর্খ বছর পর্যন্ত বছরভিত্তিক বাজেট নিম্নরুপ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS